স্বপন রবি দাশ জেলা প্রতিনিধি হবিগঞ্জ:হবিগঞ্জ জেলায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিল্প কলকারখানার নিরাপত্তার সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সোমবার(২৯জানুয়ারি) দুপুর ১২:৩০ ঘটিকায় দেশের খ্যাতনামা শিল্প গ্রুপের নির্মিত কারখানার সামগ্রীক নিরাপত্তা নিশ্চিতকরণে এ সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বিপিএম এঁর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মাধবপুর,শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ থানা এলাকায় গড়ে উঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ
করেন। সার্বক্ষনিক শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম সচল রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মতবিনিময় সভায় প্রতিষ্ঠান সমূহের প্রতিবন্ধকতা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: হাসিবুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)
মো: সামসুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল)পলাশ রঞ্জন দে,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ খলিলুর রহমান,সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল)নির্মলেন্দু চক্রবর্তী, হবিগঞ্জসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।