স্বপন রবি দাশ জেলা প্রতিনিধি হবিগঞ্জ:হবিগঞ্জ জেলায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিল্প কলকারখানার নিরাপত্তার সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সোমবার(২৯জানুয়ারি) দুপুর ১২:৩০ ঘটিকায় দেশের খ্যাতনামা শিল্প গ্রুপের নির্মিত কারখানার সামগ্রীক নিরাপত্তা নিশ্চিতকরণে এ সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বিপিএম এঁর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মাধবপুর,শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ থানা এলাকায় গড়ে উঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ
করেন। সার্বক্ষনিক শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম সচল রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মতবিনিময় সভায় প্রতিষ্ঠান সমূহের প্রতিবন্ধকতা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: হাসিবুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)
মো: সামসুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল)পলাশ রঞ্জন দে,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ খলিলুর রহমান,সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল)নির্মলেন্দু চক্রবর্তী, হবিগঞ্জসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭