ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

৬৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন কে আটক করেছে ঝিনাইদহ পুলিশ।


জানুয়ারি ২২, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর থানার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই/মো: আহসানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ইং ২১/০১/২৪ তারিখ রোজ রবিবার রাত্রিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদরের পদ্মাকর গ্রামের মোহাম্মদ ইউনুস আলী জোয়াদ্দার এর বসত বাড়ির ২য় তলার পশ্চিম পাশের কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। আসামীরা হলো ১) দীপ্ত কুমার বিশ্বাস, পিতা দয়াল চন্দ্র বিশ্বাস, ২) জাহিদ হাসান, পিতা ইখতিয়ার মন্ডল। আসামী দীপ্ত এর প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের দুটি প্যাকেট থেকে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তার বাম পকেট থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ২৫ হাজার টাকা ও জাহিদ হাসান এর প্যান্টের ডান পকেট থেকে ৩২০ পিচ করে মোট ৬৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা। এই বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা করা হয়েছে ও তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।