ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর থানার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই/মো: আহসানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ইং ২১/০১/২৪ তারিখ রোজ রবিবার রাত্রিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদরের পদ্মাকর গ্রামের মোহাম্মদ ইউনুস আলী জোয়াদ্দার এর বসত বাড়ির ২য় তলার পশ্চিম পাশের কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। আসামীরা হলো ১) দীপ্ত কুমার বিশ্বাস, পিতা দয়াল চন্দ্র বিশ্বাস, ২) জাহিদ হাসান, পিতা ইখতিয়ার মন্ডল। আসামী দীপ্ত এর প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের দুটি প্যাকেট থেকে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তার বাম পকেট থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ২৫ হাজার টাকা ও জাহিদ হাসান এর প্যান্টের ডান পকেট থেকে ৩২০ পিচ করে মোট ৬৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা। এই বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা করা হয়েছে ও তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭