ঢাকামঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (বিজিবি) এর নতুন ডিজি


জানুয়ারি ৩০, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০শে জানুয়ারি) ২০২৪ইং, আশরাফুজ্জামানকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসানকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনীর এ কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দিতে সংশ্লিষ্ট বিভাগে তাদের চাকরি ন্যস্ত করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।