স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রবিদাশ সম্প্রদায়ের অসহায় হত-দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কম্বল বিতরণ করেছেন হবিগঞ্জ -০১(নবীগঞ্জ -বাহুবল) আসনের সংসদ সদস্য এড.আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গত সোমবার(২৯জানুয়ারি) বিকেলে ৩ঘটিকায় নবীগঞ্জ উপজেলা ডাকবাংলো নবীগঞ্জ রবি দাশ সৎসঙ্গ সমাজ কল্যাণ সংস্থার আয়োজন করা হলে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এড.আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
নবীগঞ্জ বিভিন্ন ইউনিয়নে রবি দাশ সম্প্রদায়ের কম্বল বিতরন করা হয়। যে ইউনিয়ন ও পৌরসভার কম্বল দেওয়া হয়েছে সেগুলো হলো : ৫নং ইউপি,আউসকান্দী(উলুকান্দি,বেতাপুর) ৯নং বাউশ(বদরদী,নাদামপুর) ৮নং ইউপি সদর(দত্তগ্রাম, কানাইপুর,চৌঠপুর ) ৭নং ইউপি(বড়শাকুয়া,লক্ষীপুর), নবীগঞ্জ পৌরসভার(২নং ওয়াড রাজনগর,৫নং ওয়াড রাজাবাদ)।
এড.আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, সাধারণ মানুষের কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার স্বরুপ কম্বল পাঠিয়েছেন। কম্বল গুলো হত-দরিদ্র শীতার্ত মানুষের হাতে পৌছাতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
এতে আরো উপস্থিত ছিলেন নবীগঞ্জ রবি দাশ সৎসঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিজয় রবি দাশ,সাধারণ সম্পাদক স্বপন রবি দাশ,সহ-সভাপতি খোকন রবি দাশ,যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুলাল রবি দাশ(সুমন),হরিজন পৌর কমিটির সভাপতি রামভরত বাসপর, সাধারণ সম্পাদক গনেশ বাসপর, প্রমুখ।