ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

পর পর দুই নেতাকে হারিয়ে করমজা ইউনিয়ন বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল


ডিসেম্বর ২২, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ চলমান বিএনপির এক দফা দাবি আদায়ের লক্ষে হরতাল অবরোধের মধ্যে প্রশাসনের গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় অবস্থান করছে বিএনপির নেতাকর্মীরা। তাদের মাঝে শারীরিক অসুস্থ ও মানসিক চাপ নিয়ে স্ট্রোক জনিত কারণে মারা এক সপ্তাহের ব্যবধানে মারা গেছেন পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক দুই নেতা। তাদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রইজ উদ্দিন সরদার৷ যাতে করে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের মাতম বইছে। এই দুই নেতার অনুপস্থিতি যেন উপজেলার ইউনিয়ন গুলোতে ও রাজনৈতিক প্রভাব ফেলছে। এরই ধারাবাহিকতায় মরহুম এই দুই নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে করমজা ইউনিয়ন বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম হারুন অর রশিদ, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক,ঢাকা জেলা কৃষকদলের , ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রমুখ। এ সময় মরহুমদ্বয় ও বিএনপির সকল নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।