ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা।


ডিসেম্বর ১৭, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। প্রহসনের নির্বাচনী তফশীল বাতিল ,ফ্যাসিবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভার সমাবেশ এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেলা নির্বাচন কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঝিনাইদহে অনুষ্ঠিত কালে বাধার মুখে ঝিনাইদহ পুরাতন চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগ ঝিনাইদহ জেলার সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লব। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড স্বপন কুমার বাগচী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ ও বাসদের জেলা নেতা কমরেড আসাদুল ইসলাম।সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশের এ পর্যন্ত ১১ টি সংসদ নির্বাচন হয়েছে এর মধ্যে ৭টি নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে। সেই নির্বাচনের মাধ্যম দিয়ে যে সরকার ক্ষমতায় ছিল তারাই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রমাণিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। বাকি ৪টা নির্বাচনের মাধ্যম দিয়ে সরকারের পরিবর্তন হয়েছে এবং কিছুটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে। তাই নিরপেক্ষত সরকার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ইতিহাস সেটা বলে দেয়। সুতরাং অবিলম্বে নির্বাচন কমিশনের এই আজ্ঞাবহ নির্বাচনী তফসিল বাতিল করে সংবিধান সংশোধন করে তদারকি সরকার গঠন করে সেই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।