ঢাকাশুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

টঙ্গিবাড়িতে চক্ষু রোগীদের চক্ষু চিকিৎসা ও শিশুদের সুন্নতে খাৎনা করালো শিকড় ওয়েলফেয়ার ফাউন্ডেশন


ডিসেম্বর ২৯, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার, টঙ্গিবাড়ি প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা আড়িয়লে শিকড় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ- চশমা বিতরণ, ছানি অপারেশন ও সুন্নতে খাৎনা কার্যক্রম সম্পন্ন হয়েছে গতকাল শুক্রবার
(২৯ ডিসেম্বর) সারাদিন ব্যাপি আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয়ের হল রুমে মোঃ রফিকুল ইসলাম হিরো নোয়াবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোর্শেদ সারোয়ার সোহেল। অনুষ্ঠানে ৩৭জন শিশুকে সুন্নতে খাৎনা ও ৬০ অধিক চক্ষু রোগিকে চক্ষু সেবা দেয়া হয়েছে।

শিকড় ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আর্থিকভাবে সহযোগিতা করেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক আমেরিকা প্রবাসী ফজলে রাব্বি এবং সংগঠনের সাথে জড়িত ব্যক্তিবর্গ। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বেপারি এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা হাসনাত, মাকসুদুর রহমান মোল্লা, মোঃ সেলিম সারোয়ার, আলহাজ্ব শহীদুল ইসলাম শাহীন, নিজাম মুন্সী, এড. আবু হাসনাত সেন্টু, মোঃ মির্জা বাদশা শাহীন, মোঃ জাকারিয়া ওয়াহিদ, আবদুল আলী নান্টু মাদবর আরিফুল নিপু, মজিবুর রহমান, বাবু মাদবর, মনির হোসেন, মোবারক আলী, শাহাবুদ্দীন মাদবর আলমগীর হাওলাদার, সালাউদ্দিন খান, অনিক শেখ, সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, আড়িয়ল ইউনিয়নে প্রতিষ্ঠিত শিকড় ওয়েলফেয়ার ফাউন্ডেশনটি দীর্ঘ ১২ বছর যাবত টঙ্গিবাড়ি উপজেলায় মানবিক সকল কার্যক্রম করে আসছে। আড়িয়ল ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়নের মানুষ তাদের বিভিন্ন সেবা পাচ্ছে। বিভিন্য মসজিদ, মাদরাসায় আর্থিক সহযোগিতা এবং প্রতিবছর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সুন্নতে খাৎনার কাজ সম্পন্য করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।