শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নৌকার মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী। আর এই আসনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে মানোনয়নপত্র জমা দিয়েছিলেন তারই বড় মেয়ে আব্দুল্লাহেল নাহিদ নিগার। আজ বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহেল নাহিদ নিগারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এ তথ্য ঘোষণা করেন।
সূত্রে জানা যায়, বিধি মোতাবেক মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া গেলে নৌকার প্রার্থী আফরুজা বারীর বড় মেয়ে আব্দুল্লাহেল নাহিদ নিগারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়া আরও ৩ জনের মনোনয়নপত্র বাতিল ও ৫ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে ৭ জনের। এই আসনে এর আগে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৩ হাজার ৯৫১, নারী ১ লাখ ৯৯ হাজার ৯২ ও অন্যান্য ভোটার রয়েছে ১ জন।