মিডিয়া ডেস্ক: রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় পুলিশ বক্সের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি বাস যাত্রী উঠানোর জন্য চন্দ্র টার্মিনাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে যাত্রীবাহী বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
এছাড়া রাজধানীর রামপুরায় পার্কিং করা অবস্থায় আনুমানিক রাত পৌনে ৮টার দিকে রামপুরা কাঁচা বাজার এলাকার সড়কের ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের কিছুটা সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, অগ্নিসংযোগের শিকার যানবাহনসমূহের মধ্যে ঢাকায় চারটি, গাজীপুরে পাঁচটি এবং সিলেট ও দিনাজপুর জেলায় একটি করে গাড়িতে আগুন দেয়া হয়েছে। এছাড়া তিনটি কাভার্ড ভ্যান, পাঁচটি বাস ও তিনটি ট্রাকে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, এই সময়ের মধ্যে ১৯টি ফায়ার ফাইটিং ইউনিটের মোট ৯৬ জন সদস্য আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, ২৮ অক্টোবর থেকে অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২৪৪টি যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছে।