মাহফুজুল হক: বৃষ্টির মধ্যেই ০৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ঘোষিত ১ দফা দাবি আদায় বাস্তবায়নের লক্ষ্যে কাফরুল থানার শেওড়াপাড়ায় জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচিটি কাফরুল থানার ভারপ্রাপ্ত আহবায়ক এস এম রফিকুল ইসলাম নেতৃত্বে সংগঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আহাদ আলী খন্দকার, ১ নং সদস্য হেলাল উদ্দিন হেলাল, কাফরুল থানার অন্তর্গত ১৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফ, সিনিয়র সভাপতি আরিফ মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক নুর আলম বেপারি, ৯৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ কবির হোসেন মিল্টন, ৪ নং ওয়ার্ড সিনিয়র সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ আলম ভূঁইয়া।
আরো উপস্থিত ছিলেন কৃষক দলের কাফরুল থানার আহবায়ক মোঃ এনামুল হক কাওসার, জাতীয়তাবাদী মহিলা দলের কাফরুল থানার আহবায়ক নাজমা আক্তার, সদস্য সচিব খালেদা ফেরদৌস, ১৪ নং ওয়ার্ড আহবায়ক ফুয়ারা মুনমুন পারভিন, ১৬ নং ওয়ার্ড সদস্য সচিব পলি বেগম সহ তাঁতী দলের আহবায়ক আজিজুল হক প্রমুখ নেতৃবৃন্দ।