মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পঞ্চগড় ২ আসন থেকে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন মনোনয়ন পেয়েছেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ থেকে মনোনয়ন প্রত্যাশী ৩ জন ছিল। তাদের মধ্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন নৌকা প্রতীক পেয়েছেন। এর আগে তিনি সফল তিনবারের এমপি ও বর্তমানে রেলমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি। বোদা ও দেবীগঞ্জ উপজেলাবাসী মনোনয়ন ঘোষণার পর আনন্দ মিছিল বের করে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।