ঢাকাশুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

রাজনীতিঃ পঞ্চগড়- ২ আসনে নৌকার মাঝি হতে চান ৩ জন।


নভেম্বর ২৪, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : পঞ্চগড়- ২ আসনে নৌকার মাঝি হতে চান ৩ জন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়- ২ আসনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ নেতা। এর মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। শেষ মুহূর্তে দলীয় টিকিট নিশ্চিত করতে জোর তৎপরতা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী নেতারা।দেবীগঞ্জ ও বোদা উপজেলার সমন্বয়ে গঠিত পঞ্চগড় ২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন (এমপি )। এ আসন থেকে তিনি একাধারে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।এছাড়া, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক চিশতী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. মোঃ শাহজাহান দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক চিশতি জানান, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা ত্যাগী, দলের দুঃসময়ে পাশে ছিলেন তাদের মূল্যায়ন করবেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি, আশা করছি জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন এবং মনোনয়ন দিবেন।”দেবিগঞ্জের কৃতি সন্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য ডা. মোঃ শাহজাহান বলেন, “ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। চাকরিজীবন থেকে দেবীগঞ্জ-বোদার মানুষের পাশে ছিলাম। বহু মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছি। চাকরি থেকে অবসরের পর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে রয়েছি। মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী।”অন্যদিকে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম সুজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ও রাজশাহী বিভাগের মোট ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আগামী রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র করা পেলেন তা জানানো হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।