মাহফুজুল হক: ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে গোলাবর্ষণ করছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।
শেষ এক ঘন্টায় ইসরায়েলি আর্টিলারি গুলি ওদাইশেহ, বালাত, লাবুনেহ, মারওয়াহিন এবং সেরদা শহর এবং নাকুরার আশেপাশের শহরগুলিতেও আঘাত হানে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা লেবাননের হাউলা গ্রামের বিপরীতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবস্থানলক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।
হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে গত ৮ অক্টোবর হিজবুল্লাহ সেনাবাহিনীর অবস্থানে হামলা চালানোর পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর মধ্যে বিনিময় বেড়েছে।
মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধে হতাহতের প্রথম আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করে জানায়, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৭ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছে।