দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে অবৈধ ঘোষণা দিয়ে প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী রোববার (১৯ নভেম্বর) ভোর ছয়টায় থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
এদিকে পৃথক সংবাদ সম্মেলনে ও বিবৃতিতে একই কর্মসূচি ঘোষণা করেছে এলডিপি, গণতন্ত্র মঞ্চ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, ১২ দলীয় জোটসহ সমমনা দল ও জোট।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।