ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জ-৩ আসন: স্বতন্ত্র প্রার্থী হতে মুন্সিগঞ্জ পৌর মেয়রের পদত্যাগ


নভেম্বর ২৯, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে (সদর-গজারিয়া) স্বতন্ত্র প্রার্থী হতে পৌর মেয়রের পদ ছেড়েছেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

মঙ্গলবার(২৮নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়।

এদিন সকালে বিপ্লব পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এর বড় ছেলে।

মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য।

সাবেক মেয়র বিপ্লব বলেন, ‘আমি পদত্যাগ করেছি। বুধবার মনোনয়নপত্র দাখিল করব। আমার পাশাপাশি আমার স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।