ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত


নভেম্বর ১৩, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে দ্রুতগতির ট্রলির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৫জন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার (৪)। । নিহতদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত শিশুর মা কুলসুম বেগম (৩২)-সহ আরো ৪ জন।
আহতদের মধ্যে জাহাঙ্গীর (৪৫) ও তানজিলা (৩৫)-কে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকরা। তবে আহত সুফিয়া (৪০) ও কুলসুম বেগমের (৩২) চিকিৎসা চলছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে ডাক্তার দেখানোর উদ্দেশে সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় মুন্সিগঞ্জ শহরে আসছিলেন মালয়েশিয়া প্রবাসী দাদন সরকার। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও ছেলে। সিএনজিতে যাত্রী হিসেবে উঠেছিলেন আরো ৩ জন। সিএনজিটি টরকি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুর ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে সিএনজি চালকসহ গুরুতর আহত হয় ৭ জন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত দাদন সরকারের স্ত্রী কুলসুম বেগম জানান, চলতি মাসের ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তার স্বামী। আগামী শুক্রবার তাদের ছোট ছেলে নিহত হোসাইন সরকারের সুন্নতে খাতনা আয়োজন করা হয়েছিল। তাই সকালে মুন্সিগঞ্জ শহরে ডাক্তার দেখানো শেষে ব্যাংক থেকে টাকা উঠিয়ে পোশাক কেনাকাটার উদ্দেশে আসছিলেন। পথে এই দুর্ঘটনায় প্রাণ গেছে স্বামী ও সন্তানের। এ ঘটনায় ট্রলিচালক সহ জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. কামাল প্রধান জানান, হাসপাতালে আনার আগেই দুজন মারা যান। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। দুজনের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রলি ও সিএনজি চালককে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়া নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।