মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ আইনি সেবা পেতে অফিসে গিয়ে দেখলেন আপনি যে অফিসারের কাছে গিয়েছেন তিনি অফিসে নেই। পুলিশের ওই অফিসারকে না পেয়ে সেবা না নিয়েই আপনাকে ফিরতে হয়েছে। সেবা না পেয়ে সেবাগ্রহীতাদের ফিরে আসার ঘটনা খুব একটা চোখে না পরলেও কেউ যাতে অফিসে এসে সেবা না পেয়ে ফিরে না যায় বা ফিরে গেলেও পরে যাতে তাদের তথ্য দেখে যোগাযোগের মাধ্যমে সেবা প্রদান করা যায় সে লক্ষে তার কার্যালয়ে (সেবা প্রত্যাশীদের আগমন রেজিস্ট্রার) সংযোজন করেছেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত। শনিবার দুপুরে সিরাজদিখান সার্কেলের ফেইজবুক আইডি থেকেও এ ব্যপারে একটি পোস্ট দেওয়া হয়। এদিকে সেবা প্রত্যাশীদের আগমন রেজিস্ট্রার সংযোজনের মাধ্যমে সার্কেল অফিসে আসা সেবাগ্রহীতাদের সেবা প্রদান শতভাগ নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান কার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত। এ সংক্রান্তে তিনি জানান, আমার অফিসে অনেক সময়ই থাকা হয় না সরকারি দায়িত্বের অংশ হিসেবে। তখন অনেক সেবাপ্রত্যাশী এসে ঘুরে যান বা একাধিকবার আসতে হয়। তাই,এখন থেকে যে আসবে,তার নাম মোবাইল নাম্বার লেখা থাকলে পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারবো