ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় শেখ রাসেল দিবস পালিত


অক্টোবর ১৯, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ,(গাইবান্ধা) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।”শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেশ উদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা।এতে অন‍্যান‍্যদের মাঝে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মশিউর রাব্বানী আপেল, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খালেক গাফলাদার, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এটিএম রেজাউল করিম ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন প্রমূখ।এসময় বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সৈয়দা মাসুদা খাজা তার বক্তব্যে বলেন,ঘাতকেরা জানতো বঙ্গবন্ধু পরিবারের যে কেউ বেঁচে থাকলে তাদের রাজনীতি করা কঠিন হয়ে যাবে। তাই তারা ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শিশু শেখ রাসেলকেও নির্মম ভাবে হত্যা করা হয়।শেষে কেক কেটে শেখ রাসেলের ৬০’তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।