শহীদুল ইসলাম শহীদ,(গাইবান্ধা) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।”শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেশ উদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা।এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মশিউর রাব্বানী আপেল, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খালেক গাফলাদার, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এটিএম রেজাউল করিম ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন প্রমূখ।এসময় বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সৈয়দা মাসুদা খাজা তার বক্তব্যে বলেন,ঘাতকেরা জানতো বঙ্গবন্ধু পরিবারের যে কেউ বেঁচে থাকলে তাদের রাজনীতি করা কঠিন হয়ে যাবে। তাই তারা ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শিশু শেখ রাসেলকেও নির্মম ভাবে হত্যা করা হয়।শেষে কেক কেটে শেখ রাসেলের ৬০’তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়।