ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩

টঙ্গীবাড়ীতে সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধা বৃত্তি প্রদান


সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সূচলা প্রকল্প অনুকুল ফাউন্ডেশনের (পপি) উদ্যোগে ও সার্বিক সহযোগীতায় সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সারে ১০ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে ৩২ জন শিক্ষার্থীদের মাঝে এ মেধা বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে সূচলা প্রকল্প অনুকুল ফাউন্ডেশনের (পপি) পরিচালক মোহাম্মদ মশহুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মুঃ রাশেদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন, অনুকুল ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার মাহবুবুর রহমান, অনুকুল ফাউন্ডেশনের এসোসিয়েট চিফ ইনভেস্টমেন্ট অফিসার ফাতেমা আক্তারসহ সূচলা প্রকল্প অনুকুল ফাউন্ডেশনের (পপি) সংগঠনটির সদস্যবৃন্দরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।