টঙ্গীবাড়ী প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সূচলা প্রকল্প অনুকুল ফাউন্ডেশনের (পপি) উদ্যোগে ও সার্বিক সহযোগীতায় সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সারে ১০ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে ৩২ জন শিক্ষার্থীদের মাঝে এ মেধা বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে সূচলা প্রকল্প অনুকুল ফাউন্ডেশনের (পপি) পরিচালক মোহাম্মদ মশহুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মুঃ রাশেদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন, অনুকুল ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার মাহবুবুর রহমান, অনুকুল ফাউন্ডেশনের এসোসিয়েট চিফ ইনভেস্টমেন্ট অফিসার ফাতেমা আক্তারসহ সূচলা প্রকল্প অনুকুল ফাউন্ডেশনের (পপি) সংগঠনটির সদস্যবৃন্দরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭