ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩

টাঙ্গাইলের সখীপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা


জুলাই ২০, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

রফিকুল ইসলামঃ টাঙ্গাইলের সখীপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতরা হলেন, কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)। পুলিশের ধারণা- মধ্য রাতে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ও স্থানীয়রা জানান, শাহজালাল ও মজনু বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকান ও বিকাশের এজেন্ট ছিলেন। রাতে দোকান বন্ধ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মধ্যরাতে একটি নির্জন স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। মরদেহ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলের পাশে তাদের মোটরসাইকেল পড়ে ছিল।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।