রফিকুল ইসলামঃ টাঙ্গাইলের সখীপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতরা হলেন, কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)। পুলিশের ধারণা- মধ্য রাতে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ও স্থানীয়রা জানান, শাহজালাল ও মজনু বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকান ও বিকাশের এজেন্ট ছিলেন। রাতে দোকান বন্ধ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মধ্যরাতে একটি নির্জন স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। মরদেহ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলের পাশে তাদের মোটরসাইকেল পড়ে ছিল।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭