বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তুষার শেখ, শেখ নুরুদ্দীন আবির এবং কর্মী এ আর রাফির ওপর হামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাসীরা।
সোমবার, মে ২২, ২০২৩, ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তুষার শেখকে মারধর করে ২০ হাজার টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়৷
অপরদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শেখ নুরুদ্দীন আবির এবং কর্মী এ আর রাফিকে আজ বেলা ১২ টার সময় ক্লাস পরবর্তী সময়ে ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেখ নুরুদ্দীন আবির চিকিৎসাধীন রয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।