বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তুষার শেখ, শেখ নুরুদ্দীন আবির এবং কর্মী এ আর রাফির ওপর হামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাসীরা।
সোমবার, মে ২২, ২০২৩, ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তুষার শেখকে মারধর করে ২০ হাজার টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়৷
অপরদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শেখ নুরুদ্দীন আবির এবং কর্মী এ আর রাফিকে আজ বেলা ১২ টার সময় ক্লাস পরবর্তী সময়ে ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেখ নুরুদ্দীন আবির চিকিৎসাধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭