ঢাকারবিবার , ৭ মে ২০২৩
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক আটক


মে ৭, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। আবু নোমান শেখ(৩০) নামের ওই শিক্ষক টঙ্গীবাড়ী উপজেলার আমতলী রশিদিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। রবিবার ওই ছাত্রের চাচা টঙ্গীবাড়ী থানায় অভিযোগ করলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নোমান কে আটক করে থানা পুলিশ।

ছাত্রের দাদা জানান, অভিযুক্ত শিক্ষক কয়েকদিন ধরেই তার নাতি কে বলাৎকার করে আসছিলো। গত ৩ মে তার নাতি কে অভিযুক্ত শিক্ষক বলাৎকার করলে ৪ মে সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে মাদ্রাসায় পড়বেনা বলে দাদা কে জানায়। মাদ্রাসায় কেনো পড়বেনা কারন জানতে চাইলে বলাৎকারের বিষয়টি জানায়। পরে নাতি কে নিয়ে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

টঙ্গীবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, ‘বলাৎকারের অভিযোগে নোমান শেখ নামের এক মাদ্রাসা শিক্ষক কে আটক করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।