ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩

বাহুবলে ৪টি ইটভাটায় ১লাখ ২৫হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার


ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:  হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিরপুর এলাকায় ইটের সঠিক পরিমাপ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৪টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটের সঠিক পরিমাপ না থাকায় মিরপুরের মেসার্স রবিন ব্রিকস’কে ৫০ হাজার, মেসার্স সাগর ব্রিকস কে ২০ হাজার, মেসার্স ইন্তাজ ব্রিকসকে ৩৫ হাজার, মেসার্স একতা ব্রিকস কে ২০ হাজারসহ মোট ১লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন বাহুবল থানা পুলিশ এবং হবিগঞ্জ আনসার ব্যাটালিয়নের একটি টিম।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।