স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিরপুর এলাকায় ইটের সঠিক পরিমাপ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৪টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটের সঠিক পরিমাপ না থাকায় মিরপুরের মেসার্স রবিন ব্রিকস'কে ৫০ হাজার, মেসার্স সাগর ব্রিকস কে ২০ হাজার, মেসার্স ইন্তাজ ব্রিকসকে ৩৫ হাজার, মেসার্স একতা ব্রিকস কে ২০ হাজারসহ মোট ১লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন বাহুবল থানা পুলিশ এবং হবিগঞ্জ আনসার ব্যাটালিয়নের একটি টিম।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭