বেদনার লোনাজল
সফিউল্লাহ আনসারী
.
দীর্ঘশ্বাসে লুকিয়ে রাখি বেদনার লোনাজল,
ঘুমের ঔরসে স্বপ্ন জন্মায়, ক্ষণ গননা বিফল হলে
আতুর ঘরে মৃত্যু হয় অগণন পবিত্র স্বপ্নের!
প্রশান্তিদায়ক শব্দের কাছে সমর্পিত হই
সরব চুম্বনে আকাংখার খোরাক জোগাতে
বিষাক্ত বিষাদে লুকিয়ে রাখি ঘুমার্ত আলিঙ্গন!
অজ্ঞতা, হ্যাঁ অজ্ঞতার নাগপাশ থেকে বেরোনো
যায় না, যাচ্ছে তাই জীবন গতি মন্থর, রিক্ত, ধূসর!
অনুশোচনা গতি থামিয়ে দেয়, আপ্লূত চোখ
আসক্তির ধোঁয়া ছেড়ে বেছে নেয় উদ্ভ্রান্তের পথ..!
পথ ও পথিক একে অপরের…!
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।