বেদনার লোনাজল
সফিউল্লাহ আনসারী
.
দীর্ঘশ্বাসে লুকিয়ে রাখি বেদনার লোনাজল,
ঘুমের ঔরসে স্বপ্ন জন্মায়, ক্ষণ গননা বিফল হলে
আতুর ঘরে মৃত্যু হয় অগণন পবিত্র স্বপ্নের!
প্রশান্তিদায়ক শব্দের কাছে সমর্পিত হই
সরব চুম্বনে আকাংখার খোরাক জোগাতে
বিষাক্ত বিষাদে লুকিয়ে রাখি ঘুমার্ত আলিঙ্গন!
অজ্ঞতা, হ্যাঁ অজ্ঞতার নাগপাশ থেকে বেরোনো
যায় না, যাচ্ছে তাই জীবন গতি মন্থর, রিক্ত, ধূসর!
অনুশোচনা গতি থামিয়ে দেয়, আপ্লূত চোখ
আসক্তির ধোঁয়া ছেড়ে বেছে নেয় উদ্ভ্রান্তের পথ..!
পথ ও পথিক একে অপরের...!
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭