ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ খবর

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী ও ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত


ডিসেম্বর ১৫, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নয়ন আলী (গাজীপুর কালিয়াকৈর) প্রতিনিধিঃ  শহীদ বুদ্ধিজীবি দিবস ও ডিজিটাল বাংলাদেশ দিবস -২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কর্তৃক আয়োজিত বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ডিজিটাল বাংলাদেশ প্রেরণা “ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যতের শিক্ষা ” শীর্ষক সেমিনার ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার সকাল ১১:৩০ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত  হয়।
উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতি  প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম,   মাননীয় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার, জনাব আ. ক. ম মোজাম্মেল হক এমপি। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ মাহবুবুল জোয়ার্দার, মাননীয় উপচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক গাজীপুর। ধন্যবাদে ছিলেন প্রফেসর ড. মো আনোয়ার হোসেন মাননীয় ট্রেজারার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি।  আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মুরাদ কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সেলিম আজাদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আকবর আলী খান। উপস্থিত ছিলেন বিডিইউ সকল শিক্ষার্থী বৃন্দ।
ডিজিটাল বাংলাদেশ’ দার্শনিক প্রত্যয়টির যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালের ১২ ডিসেম্বর, যখন বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা গড়া’র দৃঢ় অঙ্গীকারে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জননেত্রী শেখ হাসিনা ‘ভিশন রূপকল্প–২০২১’ ঘোষণা করেন। সেই নির্বাচনী অঙ্গীকারে বলা হয়, ‘২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ ‘ডিজিটাল বাংলাদেশে’ পরিণত হবে। আধুনিক তথ্যপ্রযুক্তির প্রসারে বাংলাদেশ আজ বিপ্লব সাধন করেছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতায় পরিপূর্ণতা পেয়েছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধান ও নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সবার জন্য কানেকটিভিটি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ই-গভর্নমেন্ট এবং আইসিটি ইন্ডাস্ট্রি প্রোমোশন—এ চারটি সুনির্দিষ্ট প্রধান স্তম্ভ নির্ধারণ করে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন হয়েছে। এখন আমাদের মূল উদ্দেশ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার তা আমাদের স্বপ্নপূর্ণের আশায় আমরা কাজ করছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।