ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ খবর

পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল; ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হলেন মুন্সিগঞ্জের মারুফ মৃধা


নভেম্বর ১০, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সিগঞ্জ)জেলা প্রতিনিধিঃ  পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের সাথে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৭ উইকেটে জয়লাভ করে। এই খেলায় ম্যাচসেরা পুরস্কার পান মুন্সীগঞ্জের কৃতি সন্তান মারুফ মৃধা।

বৃহস্পতিবার সকালে পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ওয়ানডে খেলা অনুষ্ঠিত হয়৷

পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলায় আরাফাত মিনহাসের ৭১ রান ও উজাইর মুমতাজের ৫৭ রানের উপর ভর করে ৪৫ ওভারেই ২০২ রানে অল আউট হয়। বাংলাদেশের হয়ে বোলিং করে মুন্সীগঞ্জের কৃতি সন্তান মারুফ মৃধা ৯ ওভারে ২ মেইডেন নিয়ে ৩৮ রানে নেন ৪ উইকেট।
২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ৭৯ ও আশিকুর রহমান শিবলীর ৭৪ রানে ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল নির্ধারিত ওভারেই পূর্বেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়।

৯ ওভার বল করে ২ মেইডেন ও মাত্র ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মুন্সীগঞ্জের মারুফ মৃধা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।