আপন সরদার (মুন্সিগঞ্জ)জেলা প্রতিনিধিঃ পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের সাথে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৭ উইকেটে জয়লাভ করে। এই খেলায় ম্যাচসেরা পুরস্কার পান মুন্সীগঞ্জের কৃতি সন্তান মারুফ মৃধা।
বৃহস্পতিবার সকালে পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ওয়ানডে খেলা অনুষ্ঠিত হয়৷
পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলায় আরাফাত মিনহাসের ৭১ রান ও উজাইর মুমতাজের ৫৭ রানের উপর ভর করে ৪৫ ওভারেই ২০২ রানে অল আউট হয়। বাংলাদেশের হয়ে বোলিং করে মুন্সীগঞ্জের কৃতি সন্তান মারুফ মৃধা ৯ ওভারে ২ মেইডেন নিয়ে ৩৮ রানে নেন ৪ উইকেট।
২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ৭৯ ও আশিকুর রহমান শিবলীর ৭৪ রানে ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল নির্ধারিত ওভারেই পূর্বেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়।
৯ ওভার বল করে ২ মেইডেন ও মাত্র ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মুন্সীগঞ্জের মারুফ মৃধা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭