ঢাকারবিবার , ৩০ অক্টোবর ২০২২

কবিতাঃ শীতের আগমন


অক্টোবর ৩০, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

শীতে আগমন

রুমি রহমান

 

হেমন্ত যে যায় রে চলে,

কুয়াশার ডাকে

গ্রামে গঞ্জে  শীত আসে,

উত্তরের হাকে

কুয়াশার চাদরে যে,

সূর্য যায় ঢেকে

কনে কনে ঠান্ডার যে,

শরীল যে কাঁপে

ভাবা পিঠা গরম গরম,

ভীষণ মজা লাগে

নদী পাড়ে খেজুর গাছে,

রসে হাড়ি ঝুলে

রস খেতে ভারি মজা,

 পিঠাও মজা  লাগে

ঘাস পাতায় শীশিরবিন্দু,

মুক্তা যেনো ঝরে

কুয়াশার আস্তরণে,

ধূলোহীন পথে

পরিবেশটা মনোরম,

দূষণ মুক্ত থাকে

শীত যেনো প্রকৃতিতে,

শান্ত রুপে ফিরে

ছিন্ন মূল  মানুষ গুলো,

 কষ্টে  দিন কাটে

শিশু বৃদ্ধ ফুটপাতে যে,

অসহায়  শীতে

ইবাদতের অনেক সুযোগ,

শীত বস্ত্র  দানে

বিশ্ব ব্যাপী শরণার্থী,

সীমাহীন কষ্টে

মানবতার  চাদরে যে,

দাঁড়াতে হবে পাশে

শান্তি আছে ত্যাগে মাঝে,

গুরু জনে বলে

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।