শীতের আগমন
রুমি রহমান
হেমন্ত যে যায় রে চলে,
কুয়াশার ডাকে।
গ্রামে গঞ্জে শীত আসে,
উত্তরের হাকে।
কুয়াশার চাদরে যে,
সূর্য যায় ঢেকে।
কনে কনে ঠান্ডার যে,
শরীল যে কাঁপে।
ভাবা পিঠা গরম গরম,
ভীষণ মজা লাগে।
নদী পাড়ে খেজুর গাছে,
রসে হাড়ি ঝুলে।
রস খেতে ভারি মজা,
পিঠাও মজা লাগে।
ঘাস পাতায় শীশিরবিন্দু,
মুক্তা যেনো ঝরে।
কুয়াশার আস্তরণে,
ধূলোহীন পথে।
পরিবেশটা মনোরম,
দূষণ মুক্ত থাকে।
শীত যেনো প্রকৃতিতে,
শান্ত রুপে ফিরে।
ছিন্ন মূল মানুষ গুলো,
কষ্টে দিন কাটে।
শিশু বৃদ্ধ ফুটপাতে যে,
অসহায় শীতে।
ইবাদতের অনেক সুযোগ,
শীত বস্ত্র দানে।
বিশ্ব ব্যাপী শরণার্থী,
সীমাহীন কষ্টে।
মানবতার চাদরে যে,
দাঁড়াতে হবে পাশে।
শান্তি আছে ত্যাগে মাঝে,
গুরু জনে বলে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭