ঢাকাশনিবার , ২২ জানুয়ারি ২০২২

২০৪১ সালে ধূমপানমুক্ত হবে বাংলাদেশ- টুকু


জানুয়ারি ২২, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধশালী হওয়ার পাশাপাশি সম্পূর্ণ ধূমপানমুক্ত হবে বাংলাদেশ। এ মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

শনিবার (২২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে, জনস্বাস্থ্য উন্নয়নে প্রত্যাশিত তামাক কর ব্যবস্থাপনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। টুকু বলেন, মাদকবিরোধী কার্যক্রমে বিনিয়োগ করা গেলে জনগণ উপকৃত হবে।

এসময় সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মাদক ও ধূমপানের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। বাজেট প্রণয়নের সময় কর বৃদ্ধির ব্যাপারেও জোর দেন টুকু।

রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে হলে সবার ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তিনি। সংসদ সদস্যদের ধূমপানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান শামসুল হক টুকু।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।