২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধশালী হওয়ার পাশাপাশি সম্পূর্ণ ধূমপানমুক্ত হবে বাংলাদেশ। এ মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
শনিবার (২২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে, জনস্বাস্থ্য উন্নয়নে প্রত্যাশিত তামাক কর ব্যবস্থাপনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। টুকু বলেন, মাদকবিরোধী কার্যক্রমে বিনিয়োগ করা গেলে জনগণ উপকৃত হবে।
এসময় সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মাদক ও ধূমপানের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। বাজেট প্রণয়নের সময় কর বৃদ্ধির ব্যাপারেও জোর দেন টুকু।
রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে হলে সবার ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তিনি। সংসদ সদস্যদের ধূমপানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান শামসুল হক টুকু।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭