ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ খবর

মা-ই ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী


অক্টোবর ১০, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গতকাল শনিবার(৯অক্টোঃ) যমুনা নদীতে নগরাাড়ি বন্দর নৌ- পুলিশের টহল দল অভিযান চালিয়ে ১৫ কেজি মা ইলিশ,বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও চার মৎস শিকারী করে আটক করেন।পরে ভ্রাম্যমান আদালত উদ্বার করা জাল ধ্বংস করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নগরবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহাঙ্গীর হোসেন খান জানান,শনিবার দু’ফা অভিযান পরিচালনা করে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে দুপুরে ঢালারচর এলাকা থেকে মাছ শিকাররত শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বেনুটিয়া গ্রামের রাকিব(২৫)ও সাখয়াত(৫০) করে আটক করা হয়ে।সন্ধ্যায় পদ্মা যমুনার মোহনা থেকে রাজবাড়ি জেলার খানপুর মধ্যপাড়ার শামীম(২৫)ও রমজান হোসেন(৪৫)বিপুল পরিমান কারেন্ট জাল ও ১৫ কেজি মা-ইলিশসহ আটক করা হয়।পরে আটক ব্যক্তিদেরক বেড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ সবুর আলী অফিস কক্ষে উপস্থিত করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় ও জব্দ কৃত কারেন্ট জাল।(আনুমানিক একলক্ষ পঁচিশ হাজার মিটার) পুড়িয়ে ফেলা হয়ে।জব্দ কৃত মা-ইলিশ স্থানীয় এতিমখানার এতিমদের মাঝে দান করা হয়েছে।এ সময় বেড়া উপজেলা মৎস কর্মকর্তা জাহাঙ্গীর আলম,নগরবাড়ি নৌ-বন্দর ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন খানসহ এতিমখানার এতিমগন উপস্থিত ছিলেন।
বেড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সবুর আলী জানান,মা-ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলমান থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।