ঢাকাবুধবার , ২৭ অক্টোবর ২০২১

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপির দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


অক্টোবর ২৭, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার নয়াপল্টনে বিএনপির শান্তি সমাবেশের কর্মসূচির পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেড় হাজার নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক ৫০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া এ তথ্য জানিয়েছেন। মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ‘শান্তি সমাবেশের’ কর্মসূচি শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের দিকে এগোলে নাইটিঙ্গেল মোড়ের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।