ঢাকার নয়াপল্টনে বিএনপির শান্তি সমাবেশের কর্মসূচির পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেড় হাজার নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক ৫০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া এ তথ্য জানিয়েছেন। মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ‘শান্তি সমাবেশের’ কর্মসূচি শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের দিকে এগোলে নাইটিঙ্গেল মোড়ের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭