দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাংচুর ও বাড়িঘরে হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু ,বৌদ্ধ, খৃস্টান ,ঐক্য পরিষদ বেড়া উপজেলা শাখা উপজেলা পুজা উদযাপন পরিষদ বেড়া উপজেলা শাখা ও উপজেলা ব্রাহ্মন সংসদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও শনিবার (২৩অক্টো) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বেড়া উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খৃস্টান , ঐক্য পরিষদের সভাপতি সুবোল রায়ের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ভিকুরাম হালদার, বেড়া পৌর পুুজাউদযাপন কমিটির সভাপতি রঞ্জন কর্মকার,উপজেলা ব্রাহ্মন সংঘের সভাপতি নিরঞ্জন গোস্বামী সাধারণ সম্পাদক মধুসূধন গোস্বাম,জেলা আওয়ামী লীগ নেতা আল মাহমুদ সরকার বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।বক্তারা সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান ।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।