দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাংচুর ও বাড়িঘরে হামলার প্রতিবাদে বেড়ায় মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাংচুর ও বাড়িঘরে হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু ,বৌদ্ধ, খৃস্টান ,ঐক্য পরিষদ বেড়া উপজেলা শাখা উপজেলা পুজা উদযাপন পরিষদ বেড়া উপজেলা শাখা ও উপজেলা ব্রাহ্মন সংসদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও শনিবার (২৩অক্টো) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বেড়া উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খৃস্টান , ঐক্য পরিষদের সভাপতি সুবোল রায়ের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ভিকুরাম হালদার, বেড়া পৌর পুুজাউদযাপন কমিটির সভাপতি রঞ্জন কর্মকার,উপজেলা ব্রাহ্মন সংঘের সভাপতি নিরঞ্জন গোস্বামী সাধারণ সম্পাদক মধুসূধন গোস্বাম,জেলা আওয়ামী লীগ নেতা আল মাহমুদ সরকার বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।বক্তারা সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭
প্রকাশিত সংবাদপত্রের অংশ