দেশে ৫ অগাস্ট পর্যন্ত জারি থাকা বিধি-নিষেধের মেয়াদ ১০ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার জারি করা এই প্রজ্ঞাপনে বিধিনিষেধের শর্তে দুটি পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ৫ অগাস্ট রাত ১২টা থেকে ১০ অগাস্ট রাত ১২টা পর্যন্ত চলমান এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে সব ধরনের শিল্প ও কল-কারখানা।
তবে ওই প্রজ্ঞাপনে শুধু রফতানি কল-কারখানা খোলার সিদ্ধান্ত জানানো হলেও বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে সব ধরণের কল-কারখানা খুলে দেয়ার কথা জানানো হয়।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।