দেশে ৫ অগাস্ট পর্যন্ত জারি থাকা বিধি-নিষেধের মেয়াদ ১০ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার জারি করা এই প্রজ্ঞাপনে বিধিনিষেধের শর্তে দুটি পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ৫ অগাস্ট রাত ১২টা থেকে ১০ অগাস্ট রাত ১২টা পর্যন্ত চলমান এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে সব ধরনের শিল্প ও কল-কারখানা।
তবে ওই প্রজ্ঞাপনে শুধু রফতানি কল-কারখানা খোলার সিদ্ধান্ত জানানো হলেও বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে সব ধরণের কল-কারখানা খুলে দেয়ার কথা জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭