ঢাকাবৃহস্পতিবার , ১ জুলাই ২০২১
আজকের সর্বশেষ খবর

সাভারে র‍্যাবের হাতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


জুলাই ১, ২০২১ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

সাভারে জেসমিন বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৪)।

 

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ কোম্পানি কামান্ডার রাকিবুল ইসলাম। এর আগে বুধবার বিকেলে সাভারের পচ্শিম রাজাশনের মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জেসমিন বেগম যশোরের কোতয়ালী থানার নোয়াপাড়ার নিউ মার্কেট এলাকার মৃত সুলতান আহমেদের মেয়ে। তিনি আশুলিয়ার জামগড়ায় বসবাস করতেন।

র‌্যাব জানান, বুধবার বিকেলে সাভারের রাজাশন থেকে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে থেকে ৮৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় নগদ অর্থ ও একটি মোবাইল ফোন।

 

র‌্যাব-৪ সিপিসি -২ কমান্ডার রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার নারী মাদক ব্যবসায়ীকে দ্রুত সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।