সাভারে জেসমিন বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৪)।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ কোম্পানি কামান্ডার রাকিবুল ইসলাম। এর আগে বুধবার বিকেলে সাভারের পচ্শিম রাজাশনের মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জেসমিন বেগম যশোরের কোতয়ালী থানার নোয়াপাড়ার নিউ মার্কেট এলাকার মৃত সুলতান আহমেদের মেয়ে। তিনি আশুলিয়ার জামগড়ায় বসবাস করতেন।
র্যাব জানান, বুধবার বিকেলে সাভারের রাজাশন থেকে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে থেকে ৮৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় নগদ অর্থ ও একটি মোবাইল ফোন।
র্যাব-৪ সিপিসি -২ কমান্ডার রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার নারী মাদক ব্যবসায়ীকে দ্রুত সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭