ঢাকাবুধবার , ১৪ জুলাই ২০২১
আজকের সর্বশেষ খবর

ভূমধ্যসাগরে অভিবাসী মৃত্যুর হার দ্বিগুণেরও বেশি বেড়েছে এ বছর


জুলাই ১৪, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সমুদ্রপথে ইউরোপে প্রবেশের সময় ২০২১ সালের প্রথম ৬ মাসে ১ হাজার ১৪৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত বছরের একইসময়ের হিসেবের দ্বিগুণেরও বেশি। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা আইওএম-এর এক রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আসল সংখ্যা এর থেকে আরো বেশি। কারণ, অনেক নৌকাডুবির ঘটনা কখনো রিপোর্টই করা হয়নি। এরমধ্যে ৭৪১ জন মারা গেছেন মধ্যবর্তী ভূমধ্যসাগরীয় রুটে। ১৪৯ জনের মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলীয় ভূমধ্যসাগরে। পূর্ব দিকে তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পরে প্রাণ হারিয়েছেন ৬ জন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।