সমুদ্রপথে ইউরোপে প্রবেশের সময় ২০২১ সালের প্রথম ৬ মাসে ১ হাজার ১৪৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত বছরের একইসময়ের হিসেবের দ্বিগুণেরও বেশি। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা আইওএম-এর এক রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আসল সংখ্যা এর থেকে আরো বেশি। কারণ, অনেক নৌকাডুবির ঘটনা কখনো রিপোর্টই করা হয়নি। এরমধ্যে ৭৪১ জন মারা গেছেন মধ্যবর্তী ভূমধ্যসাগরীয় রুটে। ১৪৯ জনের মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলীয় ভূমধ্যসাগরে। পূর্ব দিকে তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পরে প্রাণ হারিয়েছেন ৬ জন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭