ঢাকারবিবার , ৪ জুলাই ২০২১
আজকের সর্বশেষ খবর

খুলনায় রেকর্ড, সবচেয়ে বেশি কুষ্টিয়ায়


জুলাই ৪, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসে খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ফের বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৫ জন, বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে, যশোরে সাত, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা দুজন করে এবং কুষ্টিয়ায় ১৯ জন মারা গেছেন।

এর আগে শনিবার বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছিল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।